top of page

About The Author 

ছোটবেলা থেকেই অলিগলি জোড়া পুরনো বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। তারপর রাতে স্বপ্ন দেখতাম, ইতিহাসে পড়া যুদ্ধগুলো যেন সব কলকাতাতেই হয়েছে। অনেক ভেবেচিন্তে দেখেছি, আমার আর কলকাতা ছেড়ে যাওয়া হবেনা। রোদে, জলে ভিজে এঁদো গলির চওড়া রকে লক্ষবিহীন ভাবে বসে বসে ফুলকপির শিঙ্গাড়া খাওয়ার যে আনন্দ, তা কলকাতা ছেড়ে গেলে আর পাওয়া যাবেনা। যেখানেই যাই না কেন পুরনো বাড়ি, পুরনো গাড়ি, পুরনো গলি, পুরনো জিনিস, পুরনো দোকান এবং পুরনো শহরের নেশা আমাকে তাড়িয়ে বেড়ায় সবসময়। তাই দু পয়সার চাকরী আর তিন পয়সার ঘোরাঘুরি নিয়ে, এই বেশ ভালো আছি। আসা যাওয়ার ফাঁকে ফাঁকে রোজ যে সব কথাগুলো ভাবি, তাকে বাংলা হরফে প্রকাশ করবার মধ্যে একটা অনাবিল প্রশান্তি আছে। তাই গরীবের এই এদিক-সেদিক ফিকির ফোকরের ঘোরাঘুরি সেরে, ছবিতে গল্প বলার আর গল্পে ছবি তোলার একটা ইচ্ছে আমার বরাবরই ছিল। সেসব কিছু তাই আজ থেকে সবার সাথে ভাগ করে নেব বলে শুরু করলাম আমার এই হিজিবিজি ব্লগিসম। জানিনা, সবার কেমন লাগবে। তবে ভুল-ভ্রান্তি, মন্দলাগা, ভালোলাগা সবকিছুরই মতামত দিলে আমার উৎসাহ বাড়বে। এছাড়া নতুন কোন ভাবনা বা পরামর্শ থাকলেও জানাতে পারেন, ভালো লাগবে।

Shrabanti Mitra.JPG

© 2023 by NOMAD ON THE ROAD. Proudly created with Wix.com

  • Facebook
  • Instagram
bottom of page